জাতিসংঘে টেকনোলজি ব্যাংকের চার্টার অনুমোদিত

বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে সহজে প্রযুক্তিগত উন্নয়ন সহায়তা দিতে তুরস্কের গেবজিতে ‘টেকনোলজি ব্যাংক’ করছে জাতিসংঘ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2016, 06:49 AM
Updated : 24 Dec 2016, 06:59 AM

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ব্যাংকটি পরিচালনায় করা খসড়া চার্টার সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

জাতিসংঘ মহাসচিবের ঠিক করে দেওয়া ১৩ সদস্যবিশিষ্ট গভর্নিং কাউন্সিল খসড়াটি উত্থাপন করে।

চার্টার অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব সাধারণ পরিষদের নতুন এ প্রতিষ্ঠান জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করবেন; যাতে সদস্য দেশ ও বেসরকারি সংস্থাগুলো অর্থ দেবে।  

ব্যাংকটির মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলো কম খরচে কার‌্যকর প্রযুক্তি সহায়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

সাধারণ পরিষদের অধিবেশনে মোমেন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন এই ব্যাংক।

“টেকসই উন্নয়ন নির্ভর করে উন্নত প্রযুক্তির সহজলভ্যতার উপর। এ কারণেই টেকনোলজি ব্যাংক এসডিজি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে,” বলেন তিনি।

স্বল্পোন্নত দেশগুলোর জোট এলডিসির গ্লোবাল কো অর্ডিনেশন ব্যুরোর বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশ ব্যাংকটি স্থাপনে বারবার তাগাদা দিয়ে আসছিল বলেও জানান মোমেন।

অধিবেশনের সভাপতি পিটার থমসন টেকনোলজি ব্যাংক স্থাপনে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, ৪৮টি স্বল্পোন্নত দেশের জন্য নতুন দিগন্ত উম্মোচন করবে এই ব্যাংক।

“এর মাধ্যমে এসব দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজেদের সামর্থ্য আরও বৃদ্ধি করতে পারবে,” বলেন তিনি।