বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত

ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় তার দেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 05:45 PM
Updated : 7 Dec 2016, 05:45 PM

আগামী শুক্রবার ঢাকায় শুরু হতে যাওয়া ‘ফ্রেঞ্চ ট্রেড শো’ সামনে রেখে বুধবার সাংবাদিকদের একথা বলেন তিনি।  

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্মেরও আগে সানোফি ও টেকনিপের মতো ফরাসি কোম্পানিগুলো এদেশে এসেছিল।

“আমরা আমাদের বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাই।”

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের সরঞ্জামের জন্য ফরাসি প্রতিষ্ঠান থ্যালেস এলিনিয়া স্পেস এবং স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণের লক্ষ্যে ফ্রান্সের অবার্থুর টেকনোলজিসের সঙ্গে চুক্তির কথা তুলে ধরেন সোফি অবার।

“গত দুই বছরে আমাদের কোম্পানিগুলো কতগুলো গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছে,” বলেন তিনি।

দুই দিনব্যাপী ট্রেড শোতে ফ্রান্সের অন্তত ১৬টি কোম্পানি অংশ নেবে জানিয়ে তিনি বলেন, এতে উভয় দেশের জন্য আরও বাণিজ্যের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ-ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্কের ২০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে এই ট্রেড শো’র আয়োজন করছে ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফবি)।

গত বছর ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে ২৪২ কোটি ইউরোর বাণিজ্য হয়, যা তার আগের বছরের চেয়ে ৩০ শতাংশ বেশি।

ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী এ দেশটিতে বাংলাদেশ মূলত তৈরি পোশাক রপ্তানি করে। গত বছর তা ২৫ দশমিক ১ শতাংশ বেড়ে ২১০ কোটি ইউরোতে পৌঁছায়।

অপরদিকে ফ্রান্স বাংলাদেশে সাধারণত ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য ও হার্ডওয়্যার রপ্তানি করে। এছাড়া দেশটি থেকে রাসায়নিক, সুগন্ধি ও প্রসাধন সামগ্রী, ফার্মাসিটিক্যালস ও কৃষিভিত্তিক পণ্যও বাংলাদেশে আসে।