কাঠমাণ্ডুতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে রিজেন্ট

বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ ২১ ডিসেম্বর থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2016, 02:51 PM
Updated : 5 Dec 2016, 02:51 PM

সোমবার প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহে তিনদিন এই রুটে বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ চলাচল করবে।

উড়োজাহাজটিতে ১২টি বিজনেস ক্লাস, ১১৪টি ইকোনমি ক্লাসের আসন ব্যবস্থা রয়েছে বলেও এতে জানানো হয়।

এটি রিজেন্ট এয়ারওয়েজের ষষ্ঠ আন্তর্জাতিক রুট জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শনি, সোম ও বুধবার বিকাল ৩টায় ঢাকা থেকে  ছেড়ে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমাণ্ডু পৌঁছাবে রিজেন্ট এয়ারওয়েজ।

কাঠমাণ্ডু থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছবে।

সব ধরনের করসহ ঢাকা-কাঠমাণ্ডু রিটার্ন ১৭ হাজার ৫১২ টাকা এবং ওয়ানওয়ে ১২ হাজার ৪৯৩ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয়।

২০১০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করা রিজেন্ট এয়ারওয়েজ। কোম্পানিটির আন্তর্জাতিক গন্তব্যের সূচনা হয় ২০১৩ সালের ১৫ জুলাই কুয়ালালামপুর ফ্লাইটের মাধ্যমে।

বর্তমানে ঢাকা থেকে মাসকাট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে ব্যাংকক ও কলকাতা রুটে চলাচল করছে রিজেন্ট। অভ্যন্তরীণ রুটে চলাচল করছে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার।

বর্তমানে রিজেন্ট বহরে ৩ বোয়িং ও দুটি ড্যাশ ৮-কিউ উড়োজাহাজ রয়েছে। আগামী জানুয়ারিতে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বহরে যুক্ত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।