বিকাশের সহায়তায় রাজউক উত্তরা মডেল কলেজে বইপড়া কর্মসূচি শুরু

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে বইপড়া কর্মসূচির উদ্বোধন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 04:33 PM
Updated : 26 Oct 2016, 04:33 PM

বুধবার কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোবাইলে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের সহায়তায় এই কর্মসূচির উদ্বোধন হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ এবং বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

বিকাশ এর জনসংযোগ ও মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালিত বই পড়া কর্মসূচি ‘দেশ ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সঙ্গে ২০১৪ সাল থেকেই বিকাশ যুক্ত রয়েছে।

“২০১৪ ও ১৫ সালে এই কর্মসূচির জন্য যথাক্রমে ৩৪ হাজার ও ৩০ হাজার বই আমরা প্রদান করেছিলাম। এই বছর ৩৫ হাজার বই প্রদান করা হয়েছে।”

কর্মসূচির উদ্বোধনীতে বিকাশ এর চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব) শেখ মো. মনিরুল ইসলাম এবং রাজউক উত্তরা মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।