পোস্ট অফিস হবে ই-কমার্স হাব: তারানা

দেশের প্রায় ১০ হাজার পোস্ট অফিসকে ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 03:03 PM
Updated : 26 Oct 2016, 03:03 PM

বুধবার ঢাকায় ই-কমার্স পলিসি কনফারেন্সের তৃতীয় অধিবেশনে ‘বিজনেস লিডারশিপ ডায়ালগ অন ই-কমার্স’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় এক হাজার কোটি টাকার ই-কমার্স বাজার তৈরি হয়েছে।

“এ খাতের উন্নয়নে সবাইকে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিস্ট অন্যান্য সংস্থাকে নিয়ে একযোগে কাজ করতে হবে।”

ই-কর্মার্সে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে কে- তা এখনই নির্ধারণ করতে হবে মন্তব্য করে তারানা বলেন, “এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং গ্রাহক স্বার্থ বিবেচনা করে নীতিমালা তৈরি করতে হবে।”

দেশের ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিসকে ই-কমার্সের কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এ খাতের উন্নয়নে ইন্টারনেটসহ প্রযোজনীয় অবকাঠামো রয়েছে। এখন উদ্যোক্তাদের ই-কমার্সের মূলভিত্তি তৈরি করতে হবে। দেশের সব পোস্ট অফিসকে ই-কর্মাসের সাথে যোগ করতে চাই। পোস্ট অফিসগুলো ই-কমার্সের কেন্দ্রবিন্দু বা হাবে পরিণত করতে চাই।”

রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই সেমিনারে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, মূলধন কম থাকায় ই-কমার্স খাতে প্রবৃদ্ধি কম; তবে অগ্রগতি হচ্ছে।

“ভাল প্রজেক্ট দেখালে আমার ই-কমার্সে পার্টনারশিপেও যেতে পারি।”

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদের সঞ্চালনায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম, ই ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এ অনুষ্ঠানে বক্তব্য দেন।

সকালে সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ই-কমার্সে এগিয়ে যেতে উদ্যোক্তাদের সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এ খাতে অর্থ কোনো চ্যালেঞ্জ নয়, এখানে চ্যালেঞ্জ হলো সৃজনশীলতা, পরিকল্পনা ও বিসনেস কেস।”

ই-কমার্স নীতিমালা তৈরি করে শিগগিরই তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, “এ নীতিমালায় গ্রাহক স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে।”

অন‌্যদের মধ‌্যে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজীব আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পলিসি কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনে ‘লোকাল অ‌্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ সেমিনারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ক্ষুদ্র পুঁজির মালিকরা ই-কমার্স খাতে বিনিয়োগ করলেও শীর্ষ ব্যবসায়ীরা আসছেন না।

ই-কমার্সে অর্থায়নে সহযোগিতা করতে ব্যাংকের নীতিমালা থাকা উচিৎবলে মত দেন তিনি।