বায়রন বে’র চিলি সস আনল প্রাণ

অস্ট্রেলিয়াভিত্তিক সস কোম্পানি বায়রন বে চিলি সস বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত শুরু করেছে প্রাণ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 12:05 PM
Updated : 20 Oct 2016, 12:05 PM

বৃহস্পতিবার ঢাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ছয়টি ভিন্ন স্বাদের চিলি সস উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিভিন্ন স্বাদের চিলি সসগুলো হচ্ছে- স্মোকিন ম্যাংগো, স্পাইসি লেমনগ্র্যাস, গ্রিন জালাপেনো, হেভেনলি হাবানেরো, ফায়েরি কোকোনাট ও রেড বাঙালি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়রন বে’র নিজস্ব প্রযুক্তি ও ফর্মুলায় দেশ-বিদেশের উৎকৃষ্টমানের মরিচ ও অন্যান্য উপাদানের সমন্বয়ে নাটোরে প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় এই সস তৈরি করা হচ্ছে। ২৮০ গ্রাম সসের মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের কান্ট্রি ম্যানেজার মিনহাজ চৌধুরী, বায়রন বে চিলি কোম্পানির পরিচালক জন বোলান্ড, প্রাণ-এর পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন ও ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল।