বর্ষসেরার পুরস্কার পেল ইডটকো

দক্ষিণ-পূর্ব এশিয়ায় চলতি বছরের সেরা টেলিকম টাওয়ার কোম্পানির স্বীকৃতি পেয়েছে টেলিযোগাযোগ অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো  গ্রুপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2016, 12:17 PM
Updated : 17 Oct 2016, 12:17 PM

বৃহস্পতিবার সিঙ্গাপুরের কনরাড সেন্টেনিয়াল হোটেলে এক অনুষ্ঠানে ইডটকোকে ‘২০১৬ সাউথ-ইস্ট এশিয়া টেলিকমস টাওয়ার কোম্পানি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ দেয় ফ্রস্ট অ্যান্ড সুলিভান।

সোমবার ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (ইডটকো বাংলাদেশ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ফ্রস্ট অ্যান্ড সুলিভান পুরস্কার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেস্ট প্রাকটিসেস অ্যাওয়ার্ড। ২০১৫ সালে বিভিন্ন কোম্পানির ব্যবসায় উৎকর্ষ সাধন ও শিল্প বিকাশে প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

ইডটকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুরেশ সিধু বলেন, “উদ্ভাবনমূলক টেলিযোগাযোগ অবকাঠামোর মাধ্যমে এ অঞ্চলে সংযোগ তৈরিতে ইডটকোর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতি এই পুরস্কার। এই পুরস্কার ইডটকোর নিবেদিত কর্মী, বিনিয়োগকারী এবং  গুরুত্বপূর্ণ গ্রাহকদের প্রতি উৎসর্গ করছি।”

ইডটকো বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কায় সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা দিচ্ছে।

এর সেবার আওতায় মধ্যে রয়েছে টাওয়ার লিজিং, কো-লোকেশনস, বিল্ড টু স্যুট, জ্বালানি, ট্রান্সমিশন, অপরেশন ও রক্ষণাবেক্ষণ (ওঅ্যান্ডএম)।