বিমানের বহরে আসছে আরও দুই বোয়িং

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজকে গ্রাউন্ডেড করার পর বহরে নতুন দুইটি বোয়িং উড়োজাহাজ শিগগিরই যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত্ব এই বিমান কোম্পানির কর্মকর্তারা।

গোলাম মুজতবা ধ্রুববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 01:07 PM
Updated : 15 Oct 2016, 01:07 PM
পরিচালনা পর্ষদের অনুমোদন পেলে আগামী তিন চার মাসের মধ্যে বিমান বহরে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের দুটি উড়োজাহাজ যুক্ত হবে বলে জানান বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি পরিচালনা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিমানের বহরে থাকা এ৩১০-৩০০ মডেলের দুটো উড়োজাহাজ গ্রাউন্ডেড (বাণিজ্যিক উড্ডয়ন বন্ধ) করা হয়।

গ্রাউন্ডেড দুই উড়োজাহাজের জায়গায় ওই দুটি নতুন বোয়িং উড়োজাহাজ ব্যবহার করা হবে জানিয়ে শাকিল মেরাজ বলেন, গ্রাউন্ডেড করা উড়োজাহাজ দুটি পরবর্তীতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিক্রি করা হবে।

এছাড়া বিমান বহরে ২০১৮ ও ২০১৯ সালে অত্যাধুনিক ৭৮৭ ড্রিম লাইনার মডেলের দুটো উড়োজাহাজ যুক্ত করা হবে বলেও জানান তিনি।  

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বর্তমানে বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের চারটি, বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের দুইটি, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের চারটি, ড্যাস ৮:৪০০ মডেলের দুইটিসহ মোট ১২টি বিমান রয়েছে।

দুটো নতুন বোয়িং যুক্ত হলে বিমান বাংলাদেশের বহরে ১৪টি বিমান থাকবে বলেও জানান কোম্পানিটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।