শিশুদের জন্য আইটি একাডেমি গড়বে এলজি-জাগো

সুবিধাবঞ্চিত শিশুদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2016, 11:19 AM
Updated : 19 July 2016, 11:19 AM
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলজি এ তথ্য জানিয়েছে।

এরই অংশ হিসেবে রাজধানীর রায়েরবাজার এলাকায় অবস্থিত জাগো স্কুলে ‘এলজি আইটি একাডেমি’ নির্মিত হবে বলে বলে এতে জানানো হয়।  

মঙ্গলবার জাগো ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ‘এলজি আইটি একাডেমি’ নির্মাণে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, কম্পিউটার ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ‘এলজি আইটি একাডেমিতে’ জাগো ফাউন্ডেশনের শিশু শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই একাডেমি নির্মাণে আর্থিক সহায়তা দিবে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।