দক্ষ সরবরাহকারীদের পুরস্কৃত করল আজিয়াটা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় টেলিযোগাযোগ প্রযুক্তি সরবরাহের জন্য হুয়াওয়ে, ওরিস্যা উইকম ও এরিকসনকে ‘আজিয়াটা সাপ্লায়ার অ্যাওয়ার্ড’ দিয়েছে আজিয়াটা গ্রুপ বারহাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2016, 11:10 AM
Updated : 19 July 2016, 11:10 AM

বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর রবি'র মূল কোম্পানি আজিয়াটা।

মঙ্গলবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজিয়াটা টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ওই তিন কোম্পানির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন আজিয়াটা’র প্রেসিডেন্ট ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার তান জামালউদিন ইব্রাহিম।

জামালউদিন বলেন, “এশিয়ায় ২৯ কোটি গ্রাহককে সেবা প্রদান করছে আজিয়াটা। বিশ্বমানের প্রযুক্তি ও সরঞ্জাম যোগান দিয়ে সরবরাহকারীরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। আমাদের যোগানদাতাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও উৎকর্ষ বৃদ্ধির সাফল্য উদযাপনে আজিয়াটা সাপ্লায়ার অ্যাওয়ার্ডটি প্রবর্তন করা হয়েছে।”

চারটি বিষয়কে সামনে রেখে আজিয়াটা সাপ্লায়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, চুক্তি অনুযায়ী সেবা ও পণ্য প্রদান, মান ও পরিচালনগত দক্ষতা, নৈতিকতা ও টেকসই কার্যক্রম এবং কর্মকৌশল ও বাস্তবায়ন পরিকল্পনা।