এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহতাব

এনআরবি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মাহতাবুর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 02:15 PM
Updated : 28 June 2016, 02:15 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার পরিচালনা পর্ষদের ৩৯তম সভায় মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

তিনি প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মাহতাবুর রহমান সৌদি আরবের মক্কায় তার পারিবারিক ব্যবসা ‘আল হারমাইন পারফিউমসের‘ মাধ্যমে তার ব্যবসায়ী ক্যারিয়ার শুরু করেন। তিনি বর্তমানে আল হারমাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

সংযুক্ত আরব আমিরাত, জিসিসি ও অন্যান্য দেশে বিভিন্ন নামে বর্তমানে প্রতিষ্ঠানটির ১০০টির ওপর শাখা রয়েছে।

তিনি দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি।

মাহতাবুর রহমান বাংলাদেশের হামিদিয়া টি কোম্পানি লিমিটেড এবং আল হারমাইন হসপিটাল (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি যুক্ত রয়েছেন।

১৯৫৮ সালে সিলেটে জন্মগ্রহণকারী মাহতাবুর রহমান টানা তিন বছর সিআইপি নির্বাচিত হন।