চার বছর পর ঢাকায় গালফ এয়ারের ফ্লাইট

প্রায় চার বছর বন্ধ থাকার পর আবার বাংলাদেশে ফ্লাইট চালানো শুরু করেছে বাহরাইনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গালফ এয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 02:24 PM
Updated : 31 May 2016, 02:24 PM

সোমবার সকালে বাহরাইন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় গালফ এয়ারের একটি ফ্লাইট।

প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালানো হবে বলে মঙ্গলবার গালফ এয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ১৯৮৪ থেকে ২০১২ সাল পর্যন্ত গালফ এয়ার বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে।

নতুন করে ফ্লাইট চালু উপলক্ষে সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করে গালফ এয়ার।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাহরাইনে দেড় লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন। যাতায়াতের জন্য বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় তাদের প্রায়ই সমস্যা পড়তে হয়।

তাই বাংলাদেশ এবং বাহরাইন সরকারের দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে আবার ফ্লাইট চালু করেছে গালফ এয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষের ফ্লাইট সেইফটি এবং রেগুলেশন্স বিভাগের পরিচালক উইং কমান্ডার চৌধুরী মো. জিয়া-উল-কবির জিডি (পি), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (কাস্টমার সার্ভিসেস) মো. আতিক সোবহান, বিমান বন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান এবং বাহরাইনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মেহদি জাফর।

গালফ এয়ারের কান্ট্রি ম্যানেজার হোসেইন গুলুম এবং এয়ারপোর্ট ম্যানেজার জসিম গারিবও এসময় উপস্থিত ছিলেন।