‘ইবিএল স্কাইপে’ সেবা নিল প্রগতি জীবন বিমা

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ‘ইবিএল স্কাইপে’ সেবা নিতে চুক্তিবদ্ধ হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 04:11 PM
Updated : 5 May 2016, 04:11 PM

ঢাকায় প্রগতি জীবন বিমার প্রধান কার্যালয়ে সম্প্রতি এবিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম আনোয়ার চৌধুরী ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মহাব্যবস্থাপক এস. এম. জিয়াউল হক।

বৃহস্পতিবার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইবিএল স্কাইপে মূলত মাস্টারকার্ড চালিত একটি পেমেন্ট গেটওয়ে সেবা। প্রগতি জীবন বিমা গ্রাহকরা তাদের বিমা প্রিমিয়াম ডাইনার্স ক্লাব, মাস্টারকার্ড, ভিসা ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কোম্পানির ওয়েবসাইটে জমা করতে পারবেন।

ইস্টার্ন ব্যাংক তাদের ইবিএল স্কাইপের মাধ্যমে এই অনলাইন পেমেন্ট প্রসেস করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস, ইবিএল ডিজিটাল ব্যাংকিং ও পেমেন্ট বিভাগ প্রধান জাহিদুল হক এবং হেড অব ডাইরেক্ট বিজনেস এম খোরশেদ আনোয়ার উপস্থিত ছিলেন।