রবি-রহিমআফরোজ কর্পোরেট চুক্তি

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের টেলিযোগাযোগ সেবা গ্রহণ করবে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বাজারজাতকারী প্রতিষ্ঠান রহিমআফরোজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 01:13 PM
Updated : 5 May 2016, 01:13 PM

এই ত্রিপক্ষীয় চুক্তিতে ডিভাইস পার্টনার হিসেবে রয়েছে স্যামসাং মোবাইলের জাতীয় পরিবেশক ফেয়ার ডিসট্রিবিউশন লিমিটেড।

রাজধানীতে রহিমআফরোজের হেড অফিসে রবি’র এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেন নোবেল, রহিমআফরোজের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারাজ এ রহিম ও এফডিএল’র ডিরেক্টর সেলস মোহাম্মদ মেসবাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির আওতায় রহিমআফরোজ রবি’র মোবাইলভিত্তিক বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশন, কল রেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি এবং ইন্টারনেটসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষরের সময় রহিমআফরোজের হেড অব বিজনেস প্রসেস অটোমশেন শেখ মো. শফিকুল ইসলাম, গ্রুপ ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার আনিসুর রহমান, রবি’র এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার মুস্তফা কামাল ইউসুফ, ম্যানেজার মো. ইমরুল শহীদ এবং এফডিএল’র হেড অব বিটুবি মো. আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।