তৈরি পোশাক শিল্পে নিরাপত্তার উন্নতিতে সন্তুষ্ট ডাচ রাষ্ট্রদূত

তাজরীনে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজার ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে নিরাপত্তা ইস্যুতে যে পদক্ষেপ নিয়েছে, তাতে উন্নতি ‘অসাধারণ’ মনে করছেন ডাচ রাষ্ট্রদূত লিওনি কুলেনেয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 06:26 PM
Updated : 8 Feb 2016, 06:26 PM

সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষের মধ্যে সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সচিবালয়ে দেখা করার পর সাংবাদিকদের সামনে এই প্রশংসা ঝরে ইউরোপের দেশটির দূতের কণ্ঠে।

রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশে পোশাক খাতে নিরাপত্তা ইস্যুতে উন্নতি সম্পর্কে জানতে চাইলে কুলেনেয়ার  বলেন, “একথা বলার অপেক্ষা রাখে না যে অসাধারণ উন্নতি হয়েছে।

“অবশ্য এটাও বলার দরকার যে, এখনও অনেক কিছু করতে হবে। এত অল্প সময়ে আপনি পরিস্থিতি সমাধানও করতে পারবেন না।”

নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, “আমি এখানে অনেক দারুণ কারখানা দেখেছি। সেগুলো আসলেই দারুণ। এগুলো সম্ভবত গাজীপুরে। সেখানে আমি সত্যিই অনেক ‘গ্রেট’ কারখানা দেখেছি।”

তোফায়েল সাংবাদিকদের বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর ক্রেতারা ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ দিয়েছে, তার মধ্যে নেদারল্যান্ডস অন্যতম।

নেদারল্যান্ডসে এখন বাংলাদেশের রপ্তানি প্রায় একশ কোটি ডলার বলে জানান মন্ত্রী।

দ্বীপজেলা ভোলায় নদী ভাঙন ঠেকানোর প্রকল্পে নেদারল্যান্ডসের একটি সংস্থা সহায়তা করছে বলেও জানান তিনি।

“এখানে তারা প্রায় ৪০০-৫০০ কোটি টাকা অর্থায়ন করবে। এই টেকনিক্যাল স্টাডি শেষ হওয়ার পর তারা সরকারের কাছে জমা দিয়েছে। এরপর ইআরডির সাথে তাদের নেগোসিয়েশন হবে।”

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বানও নেদারল্যান্ডসকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

দুই দেশই উভয় দেশে বাণিজ্য প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে বলেও জানান তিনি।

“এতে তাদের দেশে আমাদের রপ্তানি বাড়বে। আমাদের দেশে তাদের বিনিয়োগ বাড়বে।”