দুই বাজারেই বেড়েছে সূচক-লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই শেয়ারবাজারেই সূচক ও লেনদেন সামান্য বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 11:03 AM
Updated : 30 Nov 2015, 11:03 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮১ পয়েন্ট হয়েছে।

আগের দিনের চেয়ে লেনদেন ৫০ কোটি ৫৪ লাখ টাকা বেড়ে এদিন হাতবদল হয় ৪৫৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি কোম্পানি হচ্ছে- বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, ইফাদঅটোস, স্কয়ার ফার্মা এবং কেডিএসএল লিমিটডে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৭ পয়েন্টে উঠেছে।

সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার; রোববার হয় ২৯ কোটি ১৫ লাখ টাকার।

এদিন সিএসইতে মোট লেনদেন হয় ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে লেনদেনে এই ইতিবাচক ধারার কারণ সম্পর্কে বাংলাদেশ পুঁজিবাজার নিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য সভাপতি রুহুল আমিন আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী পুঁজিবাজার নিয়ে ইতিবাচক কথা বলায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।”

গত রোববার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, “পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাব, বিনিয়োগকারী ও দেশের স্বার্থে নিজেদের কর্মকাণ্ড অধিকতর যত্নের সাথে পরিচালনা করুন। সরকারের সহযোগিতা আপনাদের জন্য অব্যাহত থাকবে।”