‘আত্মপ্রত্যয়ী’ নারীদের ইউনিলিভারের সনদ

‘তোমার স্বপ্ন করো সত্যি’ ক্যাম্পেইনে চূড়ান্তভাবে নির্বাচিত সাড়ে তিনশ’র বেশি নারীকে সনদ দিয়েছে ইউনিলিভার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 07:35 PM
Updated : 25 Nov 2015, 07:35 PM

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ ‘ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন’

উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং ব্যবসা ক্ষেত্রে সহযোগিতা দিয়ে নারীদের স্বাবলম্বী করতে এই ক্যাম্পেইন পরিচালনা করছে।

২০১৫ সালের ক্যাম্পেইনের কার্যক্রম অনুসারে প্রাথমিকভাবে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং ব্যবসা শুরু করতে আগ্রহী নারীদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত সাড়ে তিনশ’র বেশি নারীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি এবং কারিগরি প্রশিক্ষণের জন্য অনুদান এবং ব্যবসা শুরু করার মূলধন দেওয়া হয়।

গত ২০ নভেম্বর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এক অনুষ্ঠানে এই নারীদের সনদ দেওয়া হয় বলে ইউনিলিভারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে ‘ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন’র উপদেষ্টা মিজানুর রহমান শেলী, কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ ইউনিলিভারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।