বৃহস্পতিবার থেকে লেদারটেকের তৃতীয় আসর

দেশে তৃতীয়বারের মতো বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী চামড়া শিল্পের ট্রেড শো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 11:42 AM
Updated : 25 Nov 2015, 11:42 AM

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এর আয়োজনে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘লেদারটেক বাংলাদেশ ২০১৫’ নামে এই ট্রেড শো অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক সেলিম বাসার।

এসময় প্রতিষ্ঠানের আরও দুই পরিচালক নন্দ গোপাল কে ও রওশন আরা উপস্থিত ছিলেন।

সেলিম বাসার বলেন, “প্রদর্শনীতে মূলত বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারিজ, কেমিকেল ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে।”

এ বছর জাপান, চীন, ইতালি, তুরস্ক, তাইওয়ান, মিশর, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও হংকংসহ ১৩টি দেশের ১৭০টি কোম্পানি প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

বাসার বলেন, অতীতের প্রদর্শনীতে দর্শনার্থীদের উৎসাহকে পুঁজি করে এবার চামড়াজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সদস্যরাও তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী করবে বলে জানান তিনি।

আয়োজক সংস্থার আরেক পরিচালক নন্দ গোপাল কে বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরিত হলে এ শিল্পের বিশাল সম্প্রসারণ হবে। তখন আন্তর্জাতিক রপ্তানি আদেশও ব্যাপকভাবে বেড়ে যাবে।

প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে অতীতের তুলনায় এবার ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানান অপর পরিচালক রওশন আরা।