বৃহস্পতিবার লেনদেনে আসছে কেডিএস এক্সেসরিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজের শেয়ারের লেনদেন শুরু হচ্ছে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2015, 11:11 AM
Updated : 13 Oct 2015, 11:11 AM

‘KDSALTD’ ট্রেডিং কোড নিয়ে ‘এন’ ক্যাটাগরি হিসেবে লেনদেনে থাকবে কোম্পানিটি।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

১০ সেপ্টেম্বর কেডিএস এক্সেসরিজের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়, আবেদন আবেদন জমা পড়ে চাহিদার তুলনায় ৩৪ গুণ বেশি।

কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ যোগ করে ২০ টাকা মূল্যে শেয়ার বাজারে আসবে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কেডিএস এক্সেসরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ২৯ টাকা। শেয়ারপ্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৯ দশমিক ৬৩ টাকা।