তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গী হতে চায় সৌদি আরব

তথ্য প্রযুক্তি খাতে পারস্পরিক সহযেগিতা অব্যাহত রাখার পাশাপাশি এ খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সৌদি আরব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 02:31 PM
Updated : 9 Oct 2015, 02:31 PM

শুক্রবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার সৌদি সফররত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ড. মোহাম্মদ বিন ইব্রাহিম আল-সুওয়াইয়েলের সঙ্গে দেখা করেন।

বৈঠকে আইসিটি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করা, সৌদি বিনিয়োগ বৃদ্ধি করা ও দুদেশের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনায় হয়।

এসময় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের বর্তমান সরকারের কর্মকাণ্ড সম্পর্কে আল-সুওয়াইয়েলকে জানান জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, সরকার হাই-টেক পার্কসহ প্রযুক্তিসংশ্লিষ্ট অবকাঠামো সৃষ্টিতে জোর দেওয়ার পাশাপাশি প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন মানব সম্পদ উন্নয়ন এবং দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছে।

এ সময় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ এবং ন্যাশনাল ডেটা সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক তারেক বরকতুল্লাহ উপস্থিত ছিলেন।

এই সফরে প্রতিমন্ত্রী পলক রিয়াদে অবস্থিত সৌদি আরবের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিআইটি) কমিশন ও সৌদি টেলিকম কমিশনের (এসটিসি) সঙ্গেও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন।