এমএস ও জিআই পাইপ বাজারে এনেছে আরএফএল

এমএস (মাইল্ড স্টিল) ও জিআই (গ্যালভানইজড আইরন) পাইপ বাজারে এনেছে আরএফএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 06:18 PM
Updated : 3 Sept 2015, 06:18 PM

ফ্যালকন ব্র্যান্ডের পাইপ দুটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে বৃহস্পতিবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএফএলের পরিচালক আরএন পল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পাইপ দু’টি ‘মরিচারোধী, দীর্ঘস্থায়ী ও অধিক প্রেষন সহন ক্ষমতা সম্পন্ন’।

পাইপ উৎপাদনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মান অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি।

পাইপ দুটি উৎপাদনে বিএসটিআই’র অনুমোদন নেওয়া জয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগস্ট মাস থেকে হবিগঞ্জে নিজস্ব প্লান্টে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।