পুঁজিবাজারে টানা দরপতন

বাংলাদেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে টানা তিন দিনই দুই বাজারে মূল্যসূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 10:36 AM
Updated : 1 Sept 2015, 10:36 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৪ দশমিক ১৫ পয়েন্ট। সোমবার কমেছিল ২২ দশমিক ৩১ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন রোববারও কমেছিল ২২ পয়েন্টের কিছু বেশি।

ডিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ৪২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭০ কোটি ১৬ লাখ টাকা বা ২০ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে ৩৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০৬ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমান ফিড লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, আল-হাজ্ব টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ইসলামী ব্যাংক এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৮ দশমিক ৭৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬১টি কোম্পানির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির দর।

মঙ্গলবার সিএসইতে মোট ৪৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।সোমবার এ বাজারে ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।