পুঁজিবাজারে দরপতন অব্যাহত

বাংলাদেশের দুই পুঁজিবাজার দরপতনের ধারায় রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 11:18 AM
Updated : 31 August 2015, 11:18 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ২২ দশমিক ৩১ পয়েন্ট। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক কমেছে ৮৫ পয়েন্ট।

রোববারও ডিএসইর প্রধান সূচক ২২ শতাংশের কিছু বেশি কমেছিল। সিএসইতে কমেছিল ৬০ পয়েন্টের মতো।

তবে সোমবার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও সিএসইতে কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে লেনদেন হযেছে ৩৫১ কোটি ১৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮১ লাখ টাকা বেশি। রোববার এ বাজারে ৩৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২২ দশমিক ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৬ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্টস, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, বারাকা পাওয়ার ও ন্যাশনাল ফিড মিল।

সোমবার সিএসইতে ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৫  পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৪  পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।