পুঁজিবাজারে পড়েছে সূচক, লেনদেনও কম

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজরেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 04:06 PM
Updated : 30 August 2015, 04:06 PM

রোববার লেনদেন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯১ পয়েন্ট হয়।

দিন শেষে দেখা যায় মোট লেনদেনের পরিমাণ ৩৫০ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ২৪ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, এসপিসিএল, ইউনাইটডে পাওয়ার এবং বারাকা পাওয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এর মধ্যে দর বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দর।