শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে চট্টগ্রামে রবির কর্মশালা

ইংরেজি ভাষার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মশালা করেছে মোবাইল ফোন অপারেটর ‘রবি’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 03:47 PM
Updated : 28 August 2015, 03:47 PM

শুক্রবার নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের ৭৫ জন শিক্ষক অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবি অজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আজিজ উদ্দিন, চট্টগ্রাম জেলা স্কুল পরিদর্শক শাহেদা আক্তার, রবির কমিউনিকেশন অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর।

রবির ‘ইংলিশ ইন স্কুল’ শিরোনামের এ কর্মসূচিতে ইংরেজি শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আনন্দময় করে তোলা এবং প্রশিক্ষণের মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষাদানের সীমাবদ্ধতা কিভাবে কাটানো যায় সে সম্পর্কে শিক্ষকরা ধারণা পেয়েছেন।

এ সময় শিক্ষকদের সামনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয় এবং শিক্ষকরাও কর্মসূচিকে আরো সমৃদ্ধ করতে তাদের পরামর্শ ও মতামত দেন।

রবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী এ চারটি অঞ্চলের নির্ধারিত ১০০টি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকরা চলমান ‘ইংলিশ ইন স্কুল’ প্রকল্পের অন্তর্ভুক্ত।