রবির নতুন সেবা ‘শেয়ার মাই নেট’

ইন্টারনেট ব্যবহারকে আরও জনপ্রিয় করতে ‘শেয়ার মাই নেট’ নামে একটি নতুন সেবা নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 03:37 PM
Updated : 26 August 2015, 03:37 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘শেয়ার মাই নেট' নামে এ শেয়ারিং প্ল্যাটফর্মটির মাধ্যমে গ্রাহকরা নিজেদের মধ্যে তৈরি করা গ্রুপে বর্তমান খরচ থেকে অন্তত ৫০ শতাংশ কমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এই ইন্টারনেট প্যাকটি ব্যবহার করে রবি গ্রাহকরা তাদের বন্ধু ও পরিবার পরিজনের সঙ্গে একই সঙ্গে একই সময়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

‘শেয়ার মাই নেট’ নামের  ইন্টারনেট সেবাটি পেতে গ্রাহকদের *৮৪৪৪# নাম্বারে ডায়াল করে তারা কার সঙ্গে ইন্টারনেট শেয়ার করতে চান তা নির্বাচন করতে হবে।

এরপর প্যাকটি কিনে নিলেই তারা উপভোগ করতে পারবেন সেবাটি।

গ্রুপ তৈরি করতে এবং এ ইন্টারনেট সেবাটি উপভোগ করতে অতিরিক্ত আর কোন অর্থ গ্রাহককে ব্যয় করতে হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।