বন্ধ কারখানার জমি ছেড়ে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

বন্ধ শিল্প কারখানার অব্যবহৃত জমি জনগণের জন্য ছেড়ে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 12:55 PM
Updated : 26 August 2015, 12:55 PM

বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, অচল শিল্পের জায়গাকে জনগণের কাজে লাগাতে হবে। ভবিষ্যতে বন্ধ শিল্প কারখানা আর বেসরকারিকরণ হবে না।

পাটজাত পণ্য উৎপাদনের বিষয়ে গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, এর বিষয়ে গুরুত্ব দিতে দিতে হবে।

এসময় ক্ষুদ্র ও কুঠির শিল্পে ‍ঋণের সর্বনিম্ন সীমা পাঁচ লাখ থেকে বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী বিনিয়োগ বোর্ড এবং বেসরকারিকরণ কমিশনকে একীভূত করার বিষয়ে নিজের অভিমত দেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মন্ত্রিসভা সচিব মোশাররফ হোসেন ভূইয়া উপস্থিত ছিলেন।