৯০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নয়শ কোটি টাকা ছাড়িয়েছে, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 10:27 AM
Updated : 4 August 2015, 10:27 AM

লেনদেনের পাশাপাশি সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারেই।

মঙ্গলবার ডিএসইতে ৯২৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি ৫৬ লাখ টাকা বেশি।

সর্বশেষ এর বেশি লেনদেন হয়েছিল গত ১ জুন; সেদিন ১ হাজার ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৮৭২ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইটেড এয়ার, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো এবং বিএসআরএম স্টিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৭০ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টি কোম্পানির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির দর।