পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 10:55 AM
Updated : 3 August 2015, 10:55 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৩ পয়েন্টে উঠে।

এই বাজারে লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৫ কোটি ১৮ লাখ টাকা বেশি।

ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ২০৩ পয়েন্টে উঠেছে। ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০২ পয়েন্টে উঠেছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ৫ কোম্পানি হচ্ছে- এপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা ও যমুনা ওয়েল।

সোমবার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) ৬১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই  ১৫৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টি কোম্পানির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির দর।