টাঙ্গাইলে বাসচাপায় ৫ অটোআরোহীর মৃত্যু

টাঙ্গাইল শহর বাইপাসের শিবপুর-কস্টাপাড়ায় বাসচাপায় অটোরিকশার (ইজিবাইক) পাঁচ আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 05:21 AM
Updated : 3 July 2015, 12:58 PM

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, হতাহতরা সবাই ইজিবাবকের আরোহী ছিলেন।

নিহতরা হলেন- ইজিবাইকের চালক ধনবাড়ি উপজেলার বারইপাড়ার কিবরিয়া হোসেন কবীর (২৮), ঘাটাইলের উত্তর খিলগাতি গ্রামের আবদুল আজিজ (৪০), দেলদুয়ারের মজিবর রহমান (৫০), তার স্ত্রী শাহনাজ বেগম (৪০) ও মির্জাপুরের মেহেদীনগর গ্রামের জাকির হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সার্জেন্ট কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতবেগে চলা প্রান্তিক পরিবহনের খালি বাসটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ছোট বাহনটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান আজিজ।

আর বিকালে টাঙ্গাইল মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে জাকিরের মৃত্যু হয় বলে জানান সদর মডেল থানার এএসআই নুরুল বাশার জানান।