হত্যার দায়ে পিরোজপুরের চারজনের ফাঁসির রায়

পিরোজপুরে প্রায় ১৭ বছর আগে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে চার জনের ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2015, 12:32 PM
Updated : 1 July 2015, 04:17 PM

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বাদল সরদারকে (২৫) হত্যার ঘটনায় ঝালকাঠীর জেলা ও দায়রা জজ এসএম সোলায়মান বুধবার বিকেলে এই রায় দেন।

ফাঁসির আসামিরা হলেন- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মো. শহিদ সিকদার, নিজাম সিকদার, দুলাল সিকদার ও বাদল সিকদার। এদের মধ্যে নিজাম পলাতক।

আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন- হারুন সিকদার, সালাম সিকদার ও মনু সিকদার। এই তিনজনের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে এ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল জানান।

তিনি জানান, অভিযোগ প্রমানিত না হওয়ায় আসামি ফিরোজ, জলিল, কামাল, মিন্টু, গোপাল ও শেলীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। 

মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের জালাল সরদারের ছেলে কলেজছাত্র বাদল সরদারকে ১৯৯৮ সালের পহেলা সেপ্টেম্বর কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় জালাল সরদার ভাণ্ডারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। 

নানা জটিলতায় মামলাটি দীর্ঘদিন ঝুলে থাকার পর বাদীপক্ষ হাই কোর্টে যায়। এরপর উচ্চ আদালতের নির্দেশে মামলাটি ঝালকাঠীতে হস্তান্তর করা হয়।