ঢাকায় পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ নিহত

রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে এক যুবক নিহত এবং আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2015, 06:01 PM
Updated : 29 June 2015, 06:11 PM

সোমবার রাতে ছিনতাই করে পালানোর সময় তারা পুলিশের গুলির মুখে পড়েন বলে পল্টন থানার এসআই মনসুর আলীর দাবি।

নিহতের নাম মো. শামীম (৩২)। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মো. আবদুল করিম (৩০) নামে আরেকজনের ডান উরুতে গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে তোপখানা রোডের ইউবিএল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

“রাত সাড়ে ১০টার কিছু আগে এক গাড়ি ব্যবসায়ী রিকশায় করে হাই কোর্টের দিকে যাচ্ছিলেন। পথে দুই ছিনতাইকারী যুবক তাকে ভয় দেখিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নেয়।”

ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে। ছিনতাইকারীদের ধরতে জনতার সঙ্গে ওই এলাকায় থাকা টহল পুলিশও যোগ দেয়।

“পালিয়ে যাওয়ার এক পর্যায়ে তাদের ধরতে পুলিশ গুলি চালায়,” বলেন এসআই মনসুর।

তিনি বলেন, পরে জনতার সহায়তায় ছিনতাই করা এক লাখ টাকা উদ্ধারের পাশাপাশি গুলিবিদ্ধ অবস্থায় শামীম ও করিমকে আটক করা হয়।

দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শামীম মারা যান।