লক্ষ্মীপুরে কথিত বন্দুকযুদ্ধে ‘নাছির বাহিনীর নেতা’ নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 03:24 AM
Updated : 2 June 2015, 04:20 AM

র‌্যাব বলছে, নিহত ব্যক্তি জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাতদল ‘নাছির বাহিনী’র নেতা নাছির।

তার বাড়ি লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামে; বাবার নাম তোফায়েল আহম্মদ।

লক্ষ্মীপুর র‌্যাব-১১ এর সিপিসি-৩ অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী বলছেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভবানীগঞ্জে রামগতি-লক্ষ্মীপুর সড়কের পাশে পরিত্যক্ত একটি ইটভাটায় বন্দুকযুদ্ধের ওই ঘটনা ঘটে।

এ সময় চার র‌্যাব সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও ১৫টি গুলি উদ্ধার করা হয়। 

মেজর সাকিব বলেন, নাছিরবাহিনীর ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল রাতে পরিত্যক্ত ওই ইটভাটায় অভিযানে যায়।

“তাদের উপস্থিতির টের পেয়ে নাছির ও তার বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে নাছির গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।”

পরে নাছিরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেজর সাকিব জানান, নাছিরের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের ৩৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।