ঢামেকে এক আনসারের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ রোগীর স্বজনের

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক আনসার সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর কেটে পড়ার অভিযোগে মামলা করেছেন সেখানে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 05:01 PM
Updated : 22 May 2015, 05:01 PM

আনসার সদস্য বকুলের (২৫) বিরুদ্ধে শুক্রবার দুপুরে শাহবাগ থানায় এ মামলা করেন মেডিকেলে ভর্তি হাফিজউদ্দিনের মেয়ে রুমী আখতার (২০)।

পেটের ব্যথাসহ আরও কিছু জটিলতা নিয়ে গত ২৫ এপ্রিল ঢাকা মেডিকেলে ভর্তি হন গাজীপুরের বাসিন্দা হাফিজ (৪৭)।   হাসপাতালের ২১৯ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর শয্যায় আছেন তিনি।  রুমী দিনরাত হাসপাতালে অবস্থান করে বাবার দেখভাল করছিলেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত ) জাফর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুমী আখতার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য বকুলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।  তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ”

তবে অভিযোগ অস্বীকার করে আনসার সদস্য বকুল বলেছেন, তিনি নন, তার দুই সহকর্মী ওই তরুণীর সঙ্গে সম্পর্ক করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সহকর্মী কামাল ও হেলাল মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করার পর এর সঙ্গে আমাকে জড়াচ্ছে। গত বুধবার মধ্যরাতে তারা মেয়েটিকে আমার কক্ষে ঢুকিয়ে বাহির দিয়ে তালা মেরে দিয়েছিল।”

বকুল বলেন, “কামাল, হেলাল ও ওই মেয়েটি বিবাহিত। মেয়েটির দুটি সন্তানও রয়েছে।

“আমি অবিবাহিত বিধায় তারা আমার সঙ্গে মেয়েটিকে জড়িয়ে দিতে চাইছে।”