গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ভস্মীভূত

রাজশাহী নগরীতে চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 12:01 PM
Updated : 22 May 2015, 12:38 PM

শুক্রবার বিকালে নগরীর মোল্লাপাড়া বাঁশের আড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

মাইক্রোবাসটির চালক রুবেল হোসেন জানান, তিনি গ্যাসচালিত মাইক্রোটি (চট্টমেট্টো-ট-১১-১১৩০) বেলা সাড়ে ৩টার দিকে মোল্লাপাড়া স্ট্যান্ড থেকে চালিয়ে শহরের লক্ষ্মীপুর মোডে যাছিলেন। তাতে কোনো যাত্রী ছিল না।

বাঁশের আড্ডা এলাকায় পৌঁছলে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত মাইক্রোবাস থেকে ঝাঁপিয়ে বাইরে চলে আসেন।

দমকল বাহিনীর লোকজন এসে আগুন নেভানোর আগেই মাইক্রোবাসটি ভস্মীভূত হয়ে যায় বলে জানান রুবেল।

রুবেল আরও জানান, অনেক কষ্ট করে ছয় মাস আগে ব্যাংক ঋণ নিয়ে তিনি মাইক্রোবাসটি কিনে নিজেই রেন্ট এ কার হিসেবে চালাতেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আখতার হামিদ বলেন, মাইক্রোবাসের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত অথবা তেলের লাইনে ক্রুটি থাকায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।