‘ফেন্সিডিল বিবাদে’ খুন, পুলিশের অস্বীকার

যশোর সদরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 11:58 AM
Updated : 3 May 2015, 11:58 AM

রোববার উপজেলার বাহাদুরপুরের পশ্চিমপাড়ায় এ ঘটনায় নিহত রবিউল ইসলাম (৫০) ওই গ্রামের বাসিন্দা। 

পুলিশ বলছে, পারিবারিক কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। তবে, নিহতের স্ত্রীর দাবি, স্থানীয় ফেনসিডিল বিক্রেতারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী জানান, সকালে রবিউলের বাড়ি গিয়ে তার দূর সম্পর্কের মামাতো ভাই আকতারুল ও সুজন পারিবারিক বিষয়ে কথা বলছিল।

ওই সময় তারা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই দুইজন রবিউলকে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে জখম করে।

এরপর তার স্ত্রী কোহিনুর বেগম যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।

এদিকে কোহিনুর বেগমের দাবি, রবিউল রোববার সকালে বাড়ির উঠানে কাজ করছিলেন।

তখন একই এলাকার শাহ আলমের ছেলে আক্তারুল, তার বন্ধু শাহারুল, ও সুমনসহ ৪/৫ জন এসে বাড়ির পাশের ঝোপে রাখা ফেনসিডিলগুলো কোথায় জিজ্ঞেস করে।

রবিউল কিছু জানেন না বললে তারা তাকে ফেনসিডিল চুরি করেছেন বলে অপবাদ  দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর তারা রবিউলকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে জানান কোহিনুর।