লালমনিরহাটে বিজিবি গ্রামবাসী সংঘর্ষ

লালমনিরহাটে চোরাকারবারি সন্দেহে যুবককে আটকের জেরে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় জনতা।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 04:32 PM
Updated : 28 April 2015, 04:32 PM

বিজিবির গুলিতে তিন গ্রামবাসী আহত হওয়ার পর উত্তেজিত জনতা বিজিবির ওই টহল দলটিকে অন্তত একঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

মঙ্গলবার রাতে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি, পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টায় পাটগ্রাম উপজেলার শহর থেকে কুচলীবাড়ী ইউনিয়ন পরিষদগামী ললিতারহাট আঞ্চলিক সড়কের ললিতারহাট বাজারের সামনে স্থানীয় তহির আলীর ছেলে জাহিদুল ইসলামকে (৩৫) দুই ভ্যান তামাকসহ বিজিবি আটক করে।

এনিয়ে স্থানীয় লোকজন ও বিজিবির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে টহল দলের বিজিবি সদস্য গুলি চালায়। এতে স্থানীয় ৩ গ্রামবাসী গুলিবিদ্ধ হন।

পাটগ্রাম হাসপাতালের বহির্গমন বিভাগের চিকিৎসক ডা. রাসেল আহম্মেদ জানান, ললিতারহাট এলাকার নজরুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম, পানবাড়ী এলাকার আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী ও ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন।

তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রাত সাড়ে ৯টায় কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক বলেন, উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফি কামাল টারজান, ওসি রেজাউল করিম, বিজিবির পাটগ্রাম সদর কোম্পানি কমান্ডার মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসা করেন।  

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারি সদস্য জাহিদুল ইসলামকে দুই ভ্যান তামাকসহ আটক করার কারণে ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালেক বিজিবিকে অকথ্যভাষায় গালিগালাজ ও অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে বিজিবি অস্ত্র ও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। এতে তিনজন আহত হয়েছে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় প্রশাসনের লোকজনের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়।