রাষ্ট্রপতির সঙ্গে বুয়েট প্রতিনিধি দলের সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 12:34 PM
Updated : 19 April 2015, 12:34 PM

রোববার বুয়েটের উপাচার্য খালেদা একরামের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তারা জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সহায়তায় রোবটিক সেন্টার স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত রোবটিক প্রতিযোগিতায় বুয়েটের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।

রাষ্ট্রপতি বুয়েট শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বুয়েটের কিছু সমস্যার কথাও তুলে ধরেন।

বুয়েট আচার্য আবদুল হামিদ এসময় বুয়েটে শিক্ষাপোযোগী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বার্ষিক অডিট প্রতিবেদন পেশ করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ।

রাষ্ট্রপতি এ সময় জনকল্যাণ নিশ্চিত করতে সরকারি অর্থ খরচে শৃঙ্খলা আনার ওপর জোর দেন।

উপ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক শ্যামল কান্তি চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

সিএজি এ সময় রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।