নাশকতায় পুড়ল লক্ষ্মীপুর ভূমি অফিস

বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে আগুন দেওয়া হয়েছে, পুড়ে গেছে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 05:14 AM
Updated : 4 March 2015, 05:14 AM

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর বাজারের নৈশ প্রহরী ভূমি অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অফিসের পেছন দিকের একটি জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধের মধ্যেই ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন হরতাল হচ্ছে। এরমধ্যে যানবাহনে নাশকতা ও বোমাবাজির পাশাপাশি বিভিন্ন সরকারি কার্যালয় ও আওয়ামী লীগ অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।