অভিজিৎ হত্যার বিচার দাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

লেখক-ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 02:27 PM
Updated : 3 March 2015, 02:27 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফও যোগ দেন।

উপাচার্য বলেন, “মুক্তিযুদ্ধের সময় থেকে হায়েনারা এ দেশে বসে নেই। তারা যখনই সুযোগ পাচ্ছে তখনই প্রগতিশীল শক্তিকে ধ্বংস করার পাঁয়তারা করছে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গৌপিদাস, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মেহেদী হাসান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ কাজী মো. কামাল উদ্দিন, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ বদরুন্নাহার, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি, প্রক্টর মো. আইনুল হক প্রমুখ।

যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায় বইমেলা উপলক্ষে দেশে ফেরার পর গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তের হামলায় নিহত হন। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও দুর্বৃত্তের চাপাতিতে আঙুল হারিয়েছেন।

লেখালেখিকে কেন্দ্র করে জঙ্গি গোষ্ঠী অভিজিৎকে হুমকি দিয়ে আসছিল।