প্রথমে হাতবোমা, পরে ভাংচুর-আগুন

বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে রাজধানীর বিজয়নগরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর পর দুটি প্রাইভেটকারে আগুন দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 11:22 AM
Updated : 2 March 2015, 02:30 PM

সোমবার বিকালের এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, বিকাল ৪টার দিকে বিজয়নগরের একাত্তর হোটেলের উত্তর পাশে নাইটিঙ্গেল মোড়ে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

আল আমিন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “দুটি গাড়ি গুলিস্তানের দিকে যাচ্ছিল। ওই সময় পাশের গলি থেকে ১০/১২ জন যুবক হঠাৎ বেরিয়ে এসে প্রথমে প্রাইভেটকার দুটির সামনে হাতবোমা মারে।

“এই সময় ভয়ে গাড়ি দুটির চালক ও আরোহীরা নেমে গেলে গাড়িগুলো ভাংচুরের পর আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।”

হামলাকারীদের মধ্যে তিন-চার জন মুখোশধারী ছিল বলে জানান তিনি।

গত দুই মাস ধরে বিএনপি জোটের লাগাতার অবরোধ-হরতালের মধ্যে রোববারও রাজধানীতে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। শনিবার দেশ টিভির গাড়িসহ কয়েকটি গাড়ি পোড়ানো হয়।