পাঁচ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চালু

ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ ফের চালু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 06:26 AM
Updated : 2 March 2015, 09:53 AM

সোমবার সকাল সোয়া ৭টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশনের আউটার সিগন্যালের কাছে দারাগাও চা বাগানের ৮ নম্বর সেকশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রশিদপুর স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করে এবং লাইন মেরামত শেষে বেলা সাড়ে ১১টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে, চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আটকে পড়া সিলেটগামী কুশিয়ারা, উদয়ন ও সুরমা মেইল গন্তব্যের পথে রওনা হয়।