পুরান ঢাকা-নারায়ণগঞ্জে বাসে অগ্নিসংযোগ

টানা অবরোধের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনে পুরান ঢাকার আদালত পাড়া এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি বাস পুড়িয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকও নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2015, 04:56 AM
Updated : 31 Jan 2015, 05:53 AM

শনিবার সকাল সোয়া ১০টার দিকে জনসন রোডে সাত নম্বর রুটের একটি বাসে আগুন দেওয়া হয় বলে অগ্নি নির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে ওই বাসটিতে আগুন দেওয়ার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তা নেভায়।”

এই অগ্নিকাণ্ডে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় বাসে আগুন দেওয়া হয় সকাল সাড়ে ৬টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে গ্লোরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলে। আগুনে ওই বাসের আটটি সিট পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

রূপগঞ্জ থানার পরিদর্শক মেহেদী হাসান জানান, পেছন থেকে বাসটিতে আগুন দেওয়া হয়েছিল।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে বহু বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে পুড়ে মারা গেছেন অন্তত ২০ জন।