পেট্রোল বোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে সিলেটে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকচালক বকুল দেবনাথ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 03:35 AM
Updated : 27 Jan 2015, 03:44 AM

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ জানুয়ারি সিলেটে ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় বকুল দগ্ধ হয়েছিলেন। দুদিন পর তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।

বকুলের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান এই পুলিশ কর্মকর্তা।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত খালেদা জিয়া গত ৫ জানুয়ারি কর্মসূচিতে অংশ নিতে বাধা পেয়ে লাগাতার অবরোধের ডাক দেন।

অবরোধে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে, যাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন কয়েকশ মানুষ।