চার জেলায় গ্রেপ্তার ৭০

নাশকতায় জড়িত অভিযোগে ও নাশকতার মামলায় গাজীপুর, সাতক্ষীরা, গাইবান্ধা ও কুড়িগ্রামে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 03:16 PM
Updated : 25 Jan 2015, 03:16 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-

গাজীপুর

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুর থেকে দুই শিবিরকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে টঙ্গী থানার হোসেন মার্কেট ও সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় সাইন ইন্টারন্যাশনাল নামের ফ্যাস্টুন-ব্যানার বানানোর দোকানে অভিযান চালিয়ে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মতিউর রহমান জানান, হরতাল-অবরোধে নাশকতায় সহায়তার অভিযোগে সাতাইশ এলাকা থেকে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম

নাশকতার সঙ্গে জড়িত অভিযোগ কুড়িগ্রামে জামায়াত-শিবির ও বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ জানান, রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধায়

গাইবান্ধায় নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার বিকাল থেকে রোববার  অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা  হয়।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতার ঘটনায় জেলায় বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তারা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।

সাতক্ষীরা

নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।