অধ্যাপক মফিজ আহমেদের মৃত্যু

প্লাজমা গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ম্যাথামেটিকস অ্যান্ড নেচারাল সায়েন্স বিভাগের অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 11:19 AM
Updated : 25 Jan 2015, 11:19 AM

শুক্রবার রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রয়াত অধ্যাপকের ছেলে সাওয়েল মফিজ সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার আসরের নামাজের পর উত্তরা ৪ নম্বর সেক্টরে তার বাবার জানাজা হয়। উত্তরা কবরস্থানেই তাকে দাফন করা হবে।

শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হন অধ্যাপক মফিজ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক মফিজের জন্ম ১৯৫৪ সালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। রুশ সরকারের বৃত্তিতে মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৮৩ সালে ফিজিকো-ম্যাথামেটিকাল সায়েন্সে পিএইচডি করেন।

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুস সালাম প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস এর রিসার্চ ফেলোও ছিলেন তিনি।

বাংলাদেশ আনবিক শক্তি কমিশনে জ্যেষ্ঠ গবেষক হিসাবে কাজ করার পাশাপাশি তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

কাজের স্বীকৃতি হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সাইন্স (বিএএএস) পদক এবং ২০০৩ ও ২০০৭ সালে ইউজিসি পদক পান অধ্যাপক মফিজ।

তার দুই ছেলে এবং এক মেয়ে। ছেলেরা অস্ট্রেলিয়ায় লেখাপড়া করেন, মেয়ে থাকেন বাংলাদেশে।