চকরিয়ায় চিংড়িঘের দখলে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দুটি পক্ষ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্যসহ দুইজন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2015, 07:45 AM
Updated : 8 Jan 2015, 07:45 AM

চকরিয়ায় দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুদ আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর তিনটি অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশ।

পুলিশ বলছে, নিহত জাহেদ একটি ডাকাত দলের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এএসপি মাসুদ জানান, চরণদ্বীপের ৫১ একর চিংড়ি ঘেরের একটি ঘের দখলকে কেন্দ্র করে দুটি ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় ডাকাতদের দুটি পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এই গোলাগুলির মধ্যে ঘটনাস্থলেই নিহত হন জাহেদ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ তিনটি অস্ত্র উদ্ধার ও চারজনকে আটক করে বলে মাসুদ জানান।

গুলিবিদ্ধ দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।