আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

একটি ভাংচুরের মামলায় অভিযোগপত্র দেওয়ার পর পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 10:46 AM
Updated : 22 Dec 2014, 10:46 AM

বরখাস্ত চেয়ারম্যান মাওলানা জহুরূল ইসলাম জেলা জামায়াতের নায়েবে আমির।

সোমবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসে পৌঁছে বলে সংশ্লিষ্টরা জানান।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুর রাজিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরখাস্তের কারণ হিসেবে ওই চিঠিতে উল্লেখ আছে একটি মামলায় অভিযুক্ত করে পুলিশের দেওয়া চার্জশিট (অভিযোগপত্র) আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

আটঘরিয়া থানার ওসি আলমগীর লেলিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জহুরুল ইসলামের বিরুদ্ধে ভাংচুর নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তদন্ত শেষে একটি মোটরসাইকেল ভাংচুর মামলার অভিযোগপত্র দাখিল করা হলে  আদালতে তা গৃহীত হয়।