আশুগঞ্জ-চিনকি আস্তানা রেল সংস্কার শুরু হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চট্টগ্রামের চিনকি আস্তানা স্টেশন পর্যন্ত রেল লাইন সংস্কারের কাজ উদ্বোধন হচ্ছে আগামী রোববার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2014, 03:03 PM
Updated : 21 Nov 2014, 03:03 PM

ওইদিন সকাল ১০টায় রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এর উদ্বোধন করবেন।

প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার ‘ম্যাক্স গ্রুপ’ এর প্রকৌশলী এসএম রাফিও একথা নিশ্চিত করেন।

রাফিও জানান, এপথে ১৮০ কিলোমিটার পুরাতন রেল লাইন পরিবর্তন করে নতুন লাইন বসানো হবে। একই সঙ্গে উল্লেখিত পথে পুরাতান ও ক্ষতিগ্রস্ত স্লিপার বদল করে নতুন স্লিপারও বসানো হবে।

তিনি জানান, ইতিমধ্যেই রেল ও স্লিপার এনে রাখা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই কাজ শুরু হবে। আগামী বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।

চীন থেকে রেল ও স্লিপার আনা হয়েছে বলে তিনি জানান।