গাজীপুরে হাজার ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে এক হাজার ৫০টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 08:53 AM
Updated : 30 Oct 2014, 08:53 AM

গ্রেপ্তাররা হলেন- তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের আমিন উদ্দিনের ছেলে মজিবুর রহমান (২৬) ও কক্সবাজারের টেকনাফের আব্দুর রউফের ছেলে ইউনুছ আলী (৩০)।

শ্রীপুর মডেল থানার ওসি মহসিন উল কাদির জানান, বুধবার রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে উপজেলার ২ নম্বর সিএন্ডবি-কেওয়া বাজার সড়ক থেকে ইউনুছ এবং টেপিরবাড়ী গ্রাম থেকে মজিবুরকে গ্রেপ্তার করা হয়।

থানার এসআই সফিকুল ইসলাম জানান, বুধবার রাতে গোপনে খবর পেয়ে সিঅ্যান্ডবি-কেওয়া বাজার সড়কের একটি চায়ের দোকান থেকে ইউনুছকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যে তার বাড়িতে অভিযান চালিয়ে খাটের তোষকের নিচ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ইউনুছ লবণ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন বলে ওসি মহসিন জানান।

এদিকে থানার এসআই আব্দুল মজিদ জানান, ক্রেতা সেজে সন্ধ্যা সাড়ে ৭টায় টেপিরবাড়ী গ্রামের আমিন উদ্দিনের বাড়িতে ইয়াবা কিনতে যায় পুলিশ।

এ সময় বাড়ির মালিকের ছেলে মজিবুরের কাছে ৫০টি ইয়াবা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে ওসি মহসিন জানান।